বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অলি আহমদ রোববার (১৮ মে) সন্ধ্যায় গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
অলি আহমদ ২০-দলীয় জোটের অন্যতম প্রবীণ নেতা। সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ঐক্য পুনরায় সক্রিয় হওয়ার প্রেক্ষাপটে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।
খালেদা জিয়া বর্তমানে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় ও জোটের বাইরে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেননি।