দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৮৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৯৩ টির, কমেছে ২৬২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪০ টি কোম্পানির বাজারদর।