অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন।
নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক এ বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পৃথক পোস্টে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে নিউইয়র্কে হওয়া বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। তারা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অন্যদিকে তৌহিদ হোসেনের সঙ্গে হওয়া বৈঠকে আইওএম মহাপরিচালক অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে। তারা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন, এক্ষেত্রে নিরাপদ অভিবাসনের প্রসঙ্গ উঠে এসেছে।