জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমরা ৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করব। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এরমধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে। 

সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আরও পড়ুনঃ গণহত্যার বিচার-সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে কেন দেরি করা হচ্ছে সে বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। 

তিনি আরও বলেন, জুলাই সনদ দিতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থানের অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনসিপির এই আহ্বায়ক বলেন, রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

পথসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন।

প্রসঙ্গত, জুলাই সনদ, বিচার ও সংস্কার এবং জুলাই স্মরণে গত ১ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পদযাত্রা কর্মসূচি শুরু করে এনসিপি। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কর্মসূচির গত ৬ দিনে ১৪টি জেলায় পদযাত্রা শেষ হয়েছে। সোমবার (৭ জুলাই) নাটোর হয়ে সিরাজগঞ্জ ও পাবনায় যাবেন এনসিপি নেতারা।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ