ইতিহাস গড়ার লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে কারণে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই শোভা পাবে সিরিজের সোনালী ট্রফি।

আজ মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। যে কারণে আগে ফিল্ডিং করবে মেহেদী হাসান মিরাজের দল।

এবারের সফরে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরেছিল সফরকারীরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।

আরও পড়ুনঃ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের

পাল্লেকেলেতে আজ ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে লাল-সবুজবাহিনী।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র।

শুধু শ্রীলঙ্কার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা, সিরিজের অন্য ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাকি ৪টি সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ।

চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ