যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, টিটিইকে ধরে গণধোলাই

ভাড়া বেশি নেওয়া ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা ধরে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন বলে জানা গেছে। এ সময় এক টিটিইকে গণধোলাই দেওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। ট্রেনটি খুলনার উদ্দেশে যাচ্ছিল।

বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

ঘটনার বিষয়ে উথলী রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে যেতে পারেননি।

আরও পড়ুনঃ শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত ৪, গণপিটুনিতে নিহত ২

জীবননগর থানার পরিদর্শক মামুন হোসেন বলেন, পোড়াদহ রেলওয়ে থানার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন যাত্রীর সঙ্গে টিটিইর অসৌজন্যমূলক আচরণের জেরেই লোকজন ট্রেন আটকে রাখে।

টিটিইকে মারধরের বিষয়ে তিনি বলেন, পুলিশের উপস্থিতির সময় এমন কিছু ঘটেনি। তবে তার আগে কিছু হয়ে থাকতে পারে। বিষয়টি পরে মীমাংসা হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, জীবননগরের সেনেরহুদা গ্রামের এক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং খারাপ ব্যবহার করেন এক টিটিই। বিষয়টি জানালে ওই যাত্রীর গ্রামের প্রায় ২০০ জন স্থানীয় লোক স্টেশনে এসে ট্রেনটি অবরোধ করেন এবং অভিযুক্ত টিটিইকে খুঁজতে থাকেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত টিটিই দরজা বন্ধ করে মালবাহী একটি বগিতে আশ্রয় নেন। তাকে খুঁজে না পেয়ে উত্তেজিত জনতা অন্য এক টিটিইকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন। ওই টিটিইটি ধরা পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। পরে আমি ও জীবননগর থানা পুলিশ জনতার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করি। প্রায় ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ