উপকূলীয় এলাকার মানুষের যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ‘রাইটস ফর কোস্টাল পিপল’ (আরসিপি) নামে একটি নতুন সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল ভোলার চরফ্যাসনের একটি মিলনায়তনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং মহাসচিব হয়েছেন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহীম খলিল সবুজ।
কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল্লাহ ভূইয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক জুলকার নাইম, সাংস্কৃতিক সম্পাদক সানজিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন আসাদ, নারী বিষয়ক সম্পাদক, সারাতুন তাওয়ামা সাবরিন। এছাড়া ওসমান গনি, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ তরিকুল ইসলাম মাসুম এবং হাসান আল বান্না সদস্য হিসেবে কাজ করবেন।
সংগঠনটি প্রাথমিকভাবে ভোলা জেলায় এবং পর্যায়ক্রমে অন্যান্য উপকূলীয় অঞ্চলে নাগরিক অধিকার রক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।