শাড়িতে নতুন লুকে ভাইরাল পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কখনো ক্যারিয়ার, কখনো ব্যক্তিজীবন, আবার কখনো সমসাময়িক ইস্যুতে কথা বলে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তার। যা নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় এ নায়িকার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জলপাই রংয়ের একটি শাড়িতে অনেক স্বর্ণালংকার পরে আছেন পরীমণি। হাতভর্তি রেশমি চুরি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুকে সেজে আছেন। সবমিলে নজর কেড়েছেন তিনি।

এ ব্যাপারে জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন পরীমণি। সেখানে এমন সাজে ভক্তদের মাঝে উপস্থিত হয়েছিলেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী।

এ নায়িকা আলাপকালে জানান, বর্তমানে বিভিন্ন শোরুম, রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ভাষ্যমতে―এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা। এ সময় একজন প্রশ্ন করেন, আপনি সবার ক্রাশ, আপনার নতুন সিনেমা, ওয়েব সিরিজ আসছে না কেন?

এ সময় পরীমণি বলেন, আপনি কি দিনশেষে এটাই ভাবেন? এখানকার খাবার অনেক মজা হয়েছে। এটা অবশ্যই টেস্ট করে যাবেন।