ইসলামী ব্যাংকের নিয়মিত এমডি হিসেবে ওমর ফারুক খানের নাম প্রস্তাব করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গত বৃহস্পতিবার পর্ষদের সিদ্ধান্ত আজ কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে। পরবর্তী কার্যক্রমের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কমিটিতে আলোচনা হবে।
আগের এমডি মুনিরুল মওলা চাকরি হারানোর পর থেকে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়ে টানাপোড়েনের মধ্যে গত বৃহস্পতিবারের সভায় তার এ নিয়োগ অনুমোদন হয়। ওই দিন পর্ষদ সভা ঘিরে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সম্ভাব্য চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ড. জোবায়দুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়।
বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ-আল মাসুদের পরিবর্তে জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনার মধ্যে হঠাৎ ওই বিক্ষোভ আয়োজন নিয়য়ে নানা আলোচনা রয়েছে। এ নিয়ে পক্ষ-বিপক্ষ দু’টি গ্রুপ এখন সক্রিয়।