শিশুদের কল্পনার জগৎ সীমাহীন—তাদের ভাবনার রঙে রাঙানো একেকটি ছবি যেন নতুন স্বপ্নের দুয়ার খুলে দেয়। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই স্কুলগামী শিশুদের জন্য এপেক্সের স্পেশাল ব্র্যান্ড স্কুলস্মার্ট এবং ফার্স্টট্রিপ একত্রে আয়োজন করেছে এক অভিনব চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুধু আঁকায় সীমাবদ্ধ নয়, এখানে শিশুরা তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং কল্পনাশক্তিকে প্রকাশ করতে পারবে।
এপেক্সের কিছু নির্দিষ্ট স্টোর থেকে স্কুলস্মার্ট পণ্য কিনলে সাথে দেওয়া হচ্ছে একটি আর্ট পেপার। প্রতিযোগিতার নিয়মকানুন আর থিম দেওয়া আছে সেই আর্ট পেপারে। প্রতিযোগিতার থিম এমনভাবে নির্ধারিত হয়েছে যাতে শিশুরা নিজের মতো করে তা ব্যাখ্যা করতে পারে, মুক্তভাবে কল্পনার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সেই আর্ট পেপারে ছবি এঁকে সেখানে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ফর্ম পূরণ করতে ছবিটি পাঠাতে হবে। নির্বাচিত কিছু ছবি এপেক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। পরিবার-বন্ধুরা পছন্দের ছবিতে কমেন্টের মাধ্যমে ভোট দিতে পারবেন। সবচেয়ে বেশি কমেন্ট ও শেয়ার প্রাপ্ত ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে।
বিজয়ীদের জন্য ফার্স্টট্রিপের পক্ষ থেকে গিফট ভাউচারের আয়োজন করা হয়েছে। প্রথম স্থান অধিকারী পাচ্ছে ৩০ হাজার টাকার ট্রাভেল ভাউচার, দ্বিতীয় স্থান অধিকারী পাচ্ছেন ২০ হাজার টাকার ট্রাভেল ভাউচার আর তৃতীয় স্থান অধিকারী পাচ্ছেন ১০ হাজার টাকার রিসোর্ট কিংবা হোটেল ভাউচার। এছাড়াও স্কুলসমার্টের প্রতিটি প্রোডাক্টের সাথে পাওয়া যাচ্ছে টগি ফান ওয়ার্ল্ডের এন্ট্রি টিকিট একেবারেই ফ্রি।
এপেক্স আয়োজিত এই প্রতিযোগিতা কোমলমতি শিশুদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রকাশ পাচ্ছে যেখানে ছোট্ট শিল্পীরা তাদের মনের জগৎ তুলে ধরতে পারবে এবং সম্মানিত হবে সৃজনশীলতার জন্য। স্কুলস্মার্ট শিশুদের মানসম্মত স্কুল সামগ্রী দিয়ে যেমন প্রস্তুত করছে ভবিষ্যৎ প্রজন্মকে, তেমনি ফার্স্টট্রিপ তাদের স্বপ্নপূরণে দিচ্ছে এক অনুপ্রেরণার স্পর্শ। আজই আপনার নিকটস্থ এপেক্স স্টোর থেকে স্কুলসমার্ট জুতা কিনুন আপনার সন্তানের কল্পনার ডানা মেলতে দিন।
ধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ