অপ্টোমেট্রিস্ট সোসাইটির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান

#স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্য হলে নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী

অদ্য ১৭ জুলাই ২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ গ্রীন আই হসপিটালে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্ট সোসাইটির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালাহ উদ্দিন সুমন স্যার নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহন করেন সভাপতি মোঃ জিসান তালুকদার, সহ-সভাপতি এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাদক্ষ মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শিরিন আক্তার নিপা। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস আলম শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ এর নারায়ণগঞ্জ এর সাবেক সভাপতি ডাঃ শাহ নেয়াজ, ডাঃ শফিকুর রহমান, ডাঃ প্রশান্ত চক্রবর্তী, ডাঃ ফারুক হোসাইন, লায়ন. শহীদুল আজম রাসেল, মোঃ ওবায়দুল হক ওপি, মোঃ আরিফুজ্জামান, মোঃ মামুনুর রশিদ, মোঃ শাহজাহান হাসান, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷ শুভকামনা জানিয়ে অসহায় দুস্থ গরিব রোগীদের সেবায় করার জন্য দিক নির্দেশনা দেন এবং সবাই সব সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, আগামী ৩ বছরের জন্য এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে।