দেশে অর্থনৈতিক কেলেঙ্কারির বিস্তার এবং গণতান্ত্রিক সংকোচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা স্বৈরাচার সরালাম, কিন্তু এখনো নিশ্বাস নেওয়ার জায়গায় সংকুচিত অনুভব করি।”
শনিবার (১৯ জুলাই) ঢাকায় ‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন সাংবাদিক শওকত হোসেন মাসুম এবং প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে দেশে একটি লুটেরা ধনিক শ্রেণি তৈরি হয়েছে, যা খেলাপি ঋণ, শেয়ারবাজার লুটসহ অর্থনীতির বিভিন্ন খাতে প্রভাব বিস্তার করেছে।
আরও পড়ুনঃপ্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে: দেবপ্রিয়
অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন, সরকার প্রণীত শ্বেতপত্র বা টাস্কফোর্স রিপোর্টে নিজেদেরই আগ্রহ নেই। তিনি সংস্কারবিরোধী চক্রের সমালোচনা করেন।
অধ্যাপক শারমিন্দ নীলোর্মি বলেন, এ বই সাধারণ পাঠকের জন্য অর্থনীতির জটিলতা বোঝার এক দরজা খুলে দেয়। তিনি বলেন, “এটি গৌরী সেনের অর্থনীতি—যেখানে হুকুমের আসামিরা অধরা থেকে যান।”
লেখক শওকত হোসেন মাসুম বলেন, দীর্ঘদিন অর্থনৈতিক সাংবাদিকতার অভিজ্ঞতা ও অনুসন্ধানের ভিত্তিতে তিনি বইটি লিখেছেন, যেখানে দেশের অর্থনীতির সবচেয়ে বড় কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, উপদেষ্টা রাদিয়া তামিম এবং দেশের গণমাধ্যম ও গবেষণা অঙ্গনের বিশিষ্টজনেরা।
‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইটিতে শুধু প্রতিবেদন নয়, রয়েছে হাইকোর্টের রায়, গবেষণা এবং দুর্নীতির সাম্প্রতিক পর্যালোচনার প্রামাণ্য দলিল।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ