এআই চালিত ব্রাউজার আনছে ওপেনএআই

চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে আসছে এআই সক্ষমতার একটি ওয়েব ব্রাউজার। গুগলের জনপ্রিয় ক্রোম ওয়েব ব্রাউজারকে চ্যালেঞ্জ জানাতেই এই উদ্যোগ নিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থাটি।

জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আত্মপ্রকাশ করবে নতুন ওয়েব ব্রাউজার। ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতেই এআই ওয়েব ব্রাউজার তৈরির উদ্যোগ নিয়েছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ওয়েব ব্রাউজ করার প্রচলিত পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে চাইছে তারা।

নতুন এআই ব্রাউজারের কল্যাণে ব্যবহারকারীদের ডাটা আরো বেশি করে অ্যাক্সেস করতে পারবে ওপেনএআই। কোনো কনটেন্ট কেবল সার্চ করাই নয়, সেটার ব্যাখ্যা, সম্পর্কিত অন্যান্য তথ্য সব কিছু দিয়েই সাহায্য করবে।

ওপেনএআই’র ব্রাউজারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে চ্যাটজিপিটি’র মতো নিজস্ব এআই চ্যাট ইন্টারফেস ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, সার্চ রেজাল্ট পেজ থেকে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার পরিবর্তে ব্যবহারকারীদের ইন্টারেকশনের একটি অংশ চ্যাট ইন্টারফেসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ইনফরমেশনের তথ্যমতে, ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল। পারপ্লেক্সিটির মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডাটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ