দেড় দুই লাখ টাকা ভরিতে আর স্বর্ণ কিনতে হবে না। ৫৭ হাজার ৩০০ টাকা ভরিতেই কিনতে পারবেন। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষ ২২ ক্যারেট ১৮ ক্যারেটের পরিবর্তে ৯ ক্যারেটের দিকেই ঝুঁকছেন বেশি।
জানা যায়, ২২ ক্যারেটের দাম বেড়ে যাওয়ায় ২০২৪ সালে ১৮ ক্যারেটের স্বর্ণের গহনার চাহিদা ২৫ শতাংশ বেড়েছে। এবার বাড়তে চলেছে ৯ ক্যারেট গহনার চাহিদাও। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, ক্যারেট যত কম হবে, গহনা তত মজবুত হবে। তাই, গহনা বিক্রেতারা নতুন এবং আধুনিক ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। যে কারণে তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা বেড়েছে।
৯ ক্যারেটের সুবিধা
৯ ক্যারেট স্বর্ণে ২২ বা ২৪ ক্যারেট স্বর্ণের উপর আধুনিক নকশা করা সহজ। চলতি মাসে ৯ ক্যারেট স্বর্ণের গহনার জন্যও হলমার্কিং বাধ্যতামূলক করেছে প্রতিবেশি দেশ ভারত। আগে শুধু ১৪, ১৮, ২০, ২২, ২৩ এবং ২৪ ক্যারেটে হলমার্কিং বাধ্যতামূলক ছিল।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।