রাজধানী ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল অডিটোরিয়ামে স্বনামধন্য বেসরকারি সংস্থা ‘শৈশব মেলা বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত ‘শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা- ২০২৪ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সারাদেশের মোট ২৭০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড ও বিশেষ গ্রেড-এ পুরষ্কৃত করা হয়। প্রত্যেক বিজয়ীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় এবং ট্যালেন্টপুল ও প্রথম গ্রেড-এর বিজয়ীদের অর্থ পুরষ্কারও দেয়া হয়।
শনিবার সকাল ৮ ঘটিকায় ‘শৈশব মেলা বাংলাদেশ’ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব গোলাম কিবরিয়া অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নজরুল ইসলাম, ড. তারিকুজ্জামান, নারায়ন চন্দ্র দাস, রাজিয়া রহমান রেজনু খান প্রমুখ।
উল্লেখ্য, শৈশব মেলা বাংলাদেশ ১৯৯৮ ইং সাল থেকে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষাসহ বিবিধ কার্যক্রমের সাথে জড়িত। পাশাপাশি সংগঠনটি ২০১৪ সাল থেকে নিয়মিত প্রতিবছর মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।