পুঁজিবাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কমপ্লায়েন্স৷ কমপ্লায়েন্সের বিষয়গুলো পরিবর্তনশীল৷ তাই এ বিষয়ের নিয়মকানুন ও পরিবর্তন সম্পর্কে সব সময় লক্ষ্য রাখা জরুরী৷ এক্ষেত্রে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সকল নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে। ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ৪ (চার) দিনব্যাপী “Compliance & Interactive Issues for the TREC Holders” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে আজ (১৭ এপ্রিল ২০২৫ তারিখে) সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মোঃ আবুল কালাম ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যাবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
তিনি আরো বলেন, বাজারে শৃঙ্খলা ধরে রাখতে আপনাদের ভূমিকা অপরিসীম৷ আমরা চাই আপনারা সবাই পুঁজিবাজার সম্পর্কিত প্রয়োজনীয় আইন সম্পর্কে অবগত থাকেন৷ পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের অনেকেই দীর্ঘদিন যাবত পুঁজিবাজারের সাথে জড়িত৷ আপনাদের রয়েছে বহুমুখি অভিজ্ঞতা৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্র অর্থাত আপনার হাউজকে কিভাবে আরও উন্নত করা যায় তার দায় দায়িত্ব আপনাদের৷ আপনাদের নিজ নিজ হাউজে যাতে কোন অনিয়ম না দেখা যায় এজন্য আপনাদের সকলকে আরও বেশি সচেতন থাকতে হবে৷ আপনাদের নিজেদের স্বার্থের উর্দ্ধে উঠে পুঁজিবাজারের স্বার্থে কাজ করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনাদের যেকোন সহযোগীতার জন্য প্রস্তুত৷ আসুন, আমরা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে দেশ ও জাতিকে একটি পরিচ্ছন্ন পুঁজিবাজার উপহার দেই৷ এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সকল আইন সঠিকভাবে পরিপালনের জন্য আপনাদের অঙ্গীকার থাকতে হবে। একজন বা কয়েকজন লোকের অনিয়মের কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। ব্যবসায়ের ক্ষেত্রে সুনাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যদি বিনিয়োগকারীদের ভালো সেবা দিতে পারেন তবে পুঁজিবাজার বড় হবে।
৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি ও ডিএসই’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট প্রশাসন) বিধিমালা, ২০২০ এবং ডিএসই অটোমেটেড ট্রেডিং রেগুলেশন্স, ১৯৯৯ এর কমপ্লায়েন্স সমূহ, ডিএসই মোবাইল অ্যাপস বৈশিষ্ট্য, সার্ভেইল্যান্স (অফলাইন এবং অনলাইন) এর দৃষ্টিকোণ থেকে কমপ্লায়েন্সের প্রয়োজনীয়তা, ট্রেক হোল্ডার কোম্পানিগুলির কর্তব্য ও দায়িত্ব, ট্রেক হোল্ডার কোম্পানিগুলির ব্যাক অফিস অপারেশন,কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রান্সাকশন্স) রেগুলেশন্স, ২০১৩ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ট্রেক হোল্ডার্স মার্জিন) রেগুলেশন্স, ২০১৩ এর কমপ্লায়েন্সের প্রয়োজনীয়তা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ এবং প্রস্তুত করার ক্ষেত্রে কমপ্লায়েন্সের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।