দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আশঙ্কা করছে যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনীসহ দেশের বিভিন্ন জেলা ইতোমধ্যে বন্যাকবলিত হয়েছে।
তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল ও এর পার্শ্ববর্তী উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানির সমতল বাড়িয়ে দিতে পারে। ইতোমধ্যে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াইসহ বিভিন্ন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, এবং সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে অংশ নিচ্ছে। মন্ত্রণালয়ের মনিটরিং সেল সক্রিয় রয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। ফায়ার সার্ভিসের মনিটরিং সেলও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজসহ যে কোনো সেবায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।
পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেও ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।