অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমেরিকার একটি জরিপে উঠে এসেছে- বাংলাদেশে আগের তুলনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং পাহাড়ি জনগোষ্ঠী শান্তি-সস্তি ও আরামে আছেন। তারপরও বাইরে নানা মিথ্যা প্রচারণা চালায়। কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না। অন্তর্বর্তী সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাধবদী পৌরশহরের এসপি স্কুল মাঠে ইসলামী সম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দায়িত্ব নেয়ার পর হজের সিন্ডিকেট ভেঙ্গে প্রতি প্যাকেজে ১ লাখ টাকা কমিয়েছি। এছাড়া গতকালও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, যেন হজের প্যাকেজের টাকা আরও কমানোর জন্য।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মকবুল হুসাইন, মাধবদী থানা উলামা পরিষদের উপদেষ্টা রফিকুর রহমান, নুরুল ইসলাম ওলিপূরী, খালিদ সাইফুল্লাহসহ অনেকে।