জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তাদের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কোন দিন অসাম্প্রদায়িক ছিল না। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, সেই জমিদারি প্রথা আমরা ভেঙে দিয়েছি।
আরও পড়ুনঃ জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব: নাহিদ ইসলাম
নতুন কোনো জমিদার, স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’
অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশে এখন মামলা বাণিজ্য চলছে। যারা চাঁদাবাজি করছে, সিন্ডিকেট করছে, মামলা বাণিজ্য করছে ক্ষমতায় গেলে তারা আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশে এক শ দুই শ টাকায় ভোট বিক্রি হয়।
মনে রাখবেন আপনি একদিন তাদের কাছে বিক্রি হলে পাঁচ বছর তারা আপনাকে নির্যাতন করবে। তাই যোগ্য নেতৃত্ব আপনাকে বেছে নিতে হবে।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ উপজেলার মানুষের উদ্দেশে বলেন, ‘যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের দরকার নেই। কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় আমরা ধরে সে আমার কেউ নয়।
এই এলাকার যেসব অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বান্দরবানে পাঠিয়ে দেওয়া হবে। আগে নেতৃত্ব ঠিক করে দিতো শেখ হাসিনা। এখন জনগণ ঠিক করবে কে তাদের প্রার্থী হবে।’
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ