আইসিইউতে সাবিনা ইয়াসমিন

গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। পরে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজ রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগের কর্মকর্তা রাহাত হোসেন।

এদিকে সাবিনা ইয়াসমিনের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি গানের অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। যদিও, শনিবারের অনুষ্ঠানে তার গান গাওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত ছিল ইতিবাচক, তবে আয়োজকরা জানিয়েছেন তাকে বিশ্রামে থাকতে হবে।

২০২৩ সালের শেষের দিকে সাবিনা ইয়াসমিন অস্ট্রেলিয়ায় কয়েকটি স্টেজ শো করেছেন। তারপর থেকে তাকে আর মঞ্চে দেখা যায়নি, কারণ তিনি চিকিৎসাধীন ছিলেন।