আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৫ উদযাপন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের তাৎপর্য্য ও অবদানকে তুলে ধরতে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২৯ জুন ২০২৫ তারিখে ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং কর্পোরেট প্রধান কার্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, এমএসএমই খাতের উন্নয়নে ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এমএসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংকের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৬তম সভা অনুষ্ঠিত


“এসএমই শক্তি উন্নয়নের ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে এমএসএমই খাতে উদ্ভাবন, নেতৃত্ব ও আর্থ-সামাজিক অবদানের জন্য দুইজন বিশিষ্ট উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নারী উদ্যোক্তা জনাবা আফসানা আসিফ শমা, প্রতিষ্ঠাতা ও সিইও, এক্সিস বাংলাদেশ এবং স্টার্ট-আপ উদ্যোক্তা জনাব মাসরুর হোসাইন সুহৃদ, ব্যবস্থাপনা পরিচালক, আই পেইজ বাংলাদেশ লিমিটেড।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, দেশের খ্যাতনামা গীতিকার ও সৃজনশীল উদ্যোক্তা জনাব আসিফ ইকবাল, ফেব্রিক লাগবে লিমিটেড-এর প্রধান নির্বাহী জনাব মো: নাজমুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন এসএমই উদ্যোক্তা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা হোসেন-সহ কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান দেশের এমএসএমই খাতের উদ্যোক্তাদের মাঝে অনুপ্রেরণা সঞ্চার করবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান আরও সুদৃঢ় করবে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ