আবারও সন্তানের মা হলেন সানা খান

আবারও সন্তানের মা হলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। মাওলানা মুফতি আনাস সৈয়দের পরিবারে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সানা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে প্রাক্তন এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সৈয়দ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ই জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’

এই পোস্টের ক্যাপশানে সানা লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়। সুখী বাবা-মা।’

একসময় টিভি ও সিনেমার জগতে ছোট পোশাক পরে ঝড় তুলছিলেন সানা খান। এরপর একদিন হঠাৎই ইসলামের টানে বিনোদন দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সেদিন তার সেই ঘোষণায় সকলেই চমকে গিয়েছিলেন। বর্তমানে অবশ্য নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন সানা। ২০২০ সালে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সানা এখন সুখী ঘরণী।

২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

গত নভেম্বরে একটি ভিডিও বার্তার মাধ্যমে ৩ থেকে ৪ হতে চলার সুখবর দেন সানা খান ও আনাস সৈয়দ। তিনি জানানা, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। এমন আশীর্বাদ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের আশীর্বাদ করুন ও চলার পথ মসৃণ করুন।’

প্রসঙ্গত, সানা খান একসময় বিগ বস ৬ এবং সালমান খানের ‘জয় হো’তে অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন।