আমিরাতে দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮০ শিক্ষার্থী

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দু’টি কেন্দ্রে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৮০ জন শিক্ষার্থী।

আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৩ জন, যার মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগ এবং ১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। ২৪ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী মিলিয়ে নিয়মিত ৪৬ জন ও অনিয়মিত ৭ জন রয়েছে।

রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৫ জন বিজ্ঞান বিভাগ ও ১২ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। এখানে ১৬ জন ছাত্র এবং ১১ জন ছাত্রী রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার বলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে পরীক্ষা আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। প্রবাসে থেকেও তারা দেশের পাঠ্যক্রমে যুক্ত থাকতে পারছে, যা আশাজাগানিয়া।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকরা জানান, কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। প্রবাসে থেকেও এ সুযোগ তাদের দেশের সঙ্গে শিক্ষাগত বন্ধন অটুট রাখছে।