আহতদের নিজস্ব উদ্যোগে ব্যয়িত অর্থ পরিশোধ করা হবে

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, জুলাই থেকে আহতদের অনেক পরিবার নিজ খরচে চিকিৎসা চালিয়েছেন। অনেক আহত পরিবার সাহায্য পাননি। যারা নিজস্ব টাকায় চিকিৎসা করেছেন, তাদের টাকা পরিশোধ করবো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আহতদের এরই মধ্যে গৃহীত চিকিৎসার জন্য ব্যয় করা অর্থ স্বীকৃত নিয়ম অনুসরণ করে যথাযথ ডকুমেন্টে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’র কাছে জমা দেওয়া হলে তারা সেগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত করবে। তাদের ইতিবাচক মতামতের ভিত্তিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ব্যয়িত অর্থ পরিশোধের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, শ্রেণিকরণের ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চসীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।