ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান শওকতের অ্যাকাউন্ট ফ্রিজ

#আরাফাত ও নাফিজ সরাফতের সাথে অর্থপাচারের অভিযোগ

অর্থপাচারের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাঁর স্ত্রী, সন্তানের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।

অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া- শওকত আলীর স্ত্রী তাসমিয়া আম্বারীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান। তাঁর মেয়ে জারা নামরীন ইস্টার্ন ব্যাংকের পরিচালক। আর ছেলে মো. জারান আলী চৌধুরীর বয়স কেবল ২৩ বছর। ২০০২ সালের ২৩ অক্টোবর তার জন্ম।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ব্যাংক খাতের আলোচিত চরিত্র পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সঙ্গে মো. শওকত আলী চৌধুরীর অর্থপাচারসহ নানা অনৈতিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। সেই তথ্যের ভিত্তিতে বিএফআইইউ এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর এরা দুজনই পলাতক।

অর্থপাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজের পর মো. শওকত আলী চৌধুরী, তাঁর স্ত্রী তাসমিয়া আম্বারীন এবং মেয়ে জারা নামরীন পদে থাকতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠেছে। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।