পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের প্রায় তিন শতাধিক সেনাসদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা বিঘ্ন ঘটে এমন কারণ প্রতিহত করতে সেনাবাহিনী তার মেজিস্ট্রেসি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। ‘সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে’ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগনের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধ পরিকর।