ঈদের আগে বেড়েছে সবজি ও মুরগির দাম

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইতোমধ্যেই দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিসহ মুরগির। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর ইব্রাহীমপুর কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন সহ শীতকালীন অনেক সবজির দাম বাড়তি বলে জানান ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম কমে বাড়ছে শীতকালীন সবজির দাম। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ৮০ টাকাও করলা ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

এছাড়া শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, কাচা পেঁপে ৬০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০-১০০ টাকা, ধনিয়া পাতা ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকায় ও প্রতি পিস লাউ মাঝারি ৫০-৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ইফতারে প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০-১০০ টাকা, ছোলা ১০০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আলু ২৩-২৫ টাকা, পেয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১৪০, রসুন আমদানি ২৪০ টাকা, আদা ১৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

অন্যদিকে দাম বেড়েছে মুরগির। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। সোনালী ৩১০-৩২০ টাকা, গরু ৭৮০ টাকা, খাসি ১২০০ টাকা, বকরি ১১০০ টাকা, প্রতি ডজন মুরগির ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।

ইব্রাহীমপুর কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী ফাহিম মোল্লা বলেন, মৌসুম শেষে এখন প্রায় সব রকম সবজির দামই বাড়তি। ঢেড়স, পটল সহ কিছু জিনিসের দাম কমলেও শীতের সবজির দাম বাড়ছে।

সব রকম সবজির দাম যে বাড়ছে এনিয়ে জানতে চাইলে বেসরকারি চাকরিজীবী সুলতান আহমেদ নামের এক ভোক্তা বলেন, রোজার শুরুর দিকে দাম মুটামুটি কমই ছিলো, সরকারও ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। এখন যেহেতু সবজির মৌসুম শেষ দাম বাড়বে তবে সেটা যেনো মাত্রাতিরিক্ত না হয় সরকারকে সেটা দেখতে হবে। আর হঠাৎ করে মুরগীর দাম বেড়ে যাওয়াটাও সরকারের খতিয়ে দেখা উচিত।