বিমান দুর্ঘটনার চার দিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে না পারায় রোববার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান ফটকের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। অনেকে গেটের ফাঁকা অংশ দিয়ে দুর্ঘটনাস্থল দেখতে চেষ্টা করছেন। সকাল থেকেই শিক্ষক ও কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।
অনেক অভিভাবক এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে প্রিন্সিপালসহ দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ মাইলস্টোন কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু
স্কুলের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, আগামীকাল (রোববার) থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজ শাখার ক্লাস শুরুর চিন্তাভাবনা থাকলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় আরও দুদিন ছুটি দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল গণমাধ্যমকে বলেন, “দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে শিক্ষকরা।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আর কেউ নিখোঁজ নেই।
একইসঙ্গে, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কৌতূহলের কারণে এখনও শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে ভিড় লেগেই আছে।
দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে অভিভাবক ও শিক্ষকরা একসাথে কাজ করছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ