‘এনজিও স্বচ্ছতা দেখার আগে সরকারকে স্বচ্ছ হতে হবে’

এনজিও স্বচ্ছতা দেখার আগে সরকারকে স্বচ্ছ হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশের অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে ‘আওয়ার রাইটস, আওয়ার ফিউচার, রাইট নাও’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রান্তিক জনগণের মানবাধিকার রক্ষায়, জলবায়ু পরিবর্তন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ নজর দিয়ে কাজ করে যাচ্ছ।

তিনি বলেন, মানবাধিকার বিষয়গুলো জনগণের অধিকার। সকল প্রকার জনগণের অন্তর্ভুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এনজিও স্বচ্ছতা দেখার আগে সরকারকে স্বচ্ছ হতে হবে। ক্ষুদ্র স্বার্থ ব্যতিরেকে জনগণের বৃহত্তর স্বার্থে একত্র কাজ করতে হবে। জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে।

অনুষ্ঠানে তিন শতাধিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী, ট্রান্সজেন্ডার, দলিত, উপকূলীয় অঞ্চলের প্রতিনিধি এবং তরুন সমাজ অংশগ্রহন কারীরা মানবাধিকার সনদ বাস্তবায়নে বিভিন্ন সুপারিশ্মালা প্রস্তাব করে। যা পরবর্তীতে এমজেএফ সংকলিতভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে।