এবার পুরস্কার পেলো প্রাণ-আরএফএলের ৬ প্রতিষ্ঠান

দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর ছয় উদ্যোগ।

মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি, মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচার কোম্পানি এবং মোস্ট সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার পায় প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগগুলো।

আরও পড়ুনঃ বিএসটিআইয়ে হালাল পণ্যের প্রদর্শনীতে প্রাণসহ ১০ প্রতিষ্ঠান

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি সামিট ২০২৫-এ পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভের আয়োজনে এ সাসটেইনেবিলিটি সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক (ডিজিটাল ট্রান্সফর্ম) খন্দকার তাসফিন আলম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, আরএফএল ইলেকট্রনিকস এর হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, গ্রুপের হেড অব ট্রাডিশনাল মিডিয়া সুজন খন্দকার এবং হেড অব ডিজিটাল মিডিয়া রাশেদ রায়হান এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপ গত চার দশকেরও বেশি সময় ধরে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিনিয়োগ, উৎপাদনশীলতা, পরিবেশ, কর্মসংস্থান এবং উন্নয়নে ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ