এমবিবিএস পরীক্ষা: স্থগিত হতে পারে ১৯৩ জনের ফল

এমবিবিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পাওয়া ১৯৩ জনের ফলাফল স্থগিত রাখা হতে পারে। আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্র বলছে, শুধুমাত্র মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের জন্য কোটা থাকবে বলে আলোচনা হয়েছে বৈঠকে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য কোটা রাখা হবে না।

এ ছাড়া আগামী ২৯ জানুয়ারির মধ্যে আলোচিত ১৯৩ জনের সনদপত্র যাচাই-বাছাই করা হবে। এ সময় যদি কারও তথ্যে গড়মিল পাওয়া যায়, তাহলে তার ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে বলেও আলোচনা হয়েছে।

একই সাথে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সুযোগ দেওয়ার পরে শূন্য আসন মেধার মাধ্যমে পুরণ করা হবে বলেও আলোচনা হয়েছে বৈঠকে।

জানা গেছে, বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নাগরিক কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. আব্দুল আহাদ, ডা. মিনহাজুল আবেদীন, ডা. আব্দুল্লাহ জামিল তিহান, ডা. হুমায়ুন কবীর হিমু, ডা. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডা. রিফাত মাহবুব, মোজাহিদুল ইসলাম, তৌফিকুজ্জামান ইমন, আব্দুল্লাহ আল নোমান, কালাম তালুকদার, ইমরান খান ফাহিম ও ডা. তারেক কামাল প্রমুখ।