ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২ জুলাই) ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ ফের আলোচনার আহ্বান, কাজে ফেরার অনুরোধ অর্থ উপদেষ্টার
উপদেষ্টা বলেন, এসএমইখাতে অর্থায়ন অনেক বড় সমস্যা। ব্যাংকে লোন পেতে অনেক ভোগান্তি পেতে হয় উদ্যোক্তাদের। তবে তাদের ঋণ শোধের হার ভালো।
খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকার ও পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সহায়তা করবে।
এসএমইদের ডেটাবেজ ঠিক করার তাগিদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, এটা দ্রুত ডিজিটালাইজেশন করতে হবে। হার্ডকপি থাকলে হবে না। শিল্প বাণিজ্যে এসএমই ভালো করলে, পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় এসএমই খাতকে এগিয়ে নিতে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করায় ১০ টি ক্যাটাগরিতে ২০ জন সাংবাদিককে পুরস্কার তুলেন দেন অর্থ উপদেষ্টা।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ