বনী ইসরাঈলের নবী হজরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তানের একজন ছিলেন হজরত ইউসুফ আ.। সন্তানদের মাঝে ছোট হওয়ায় ইউসুফকে একটু বেশি স্নেহ করতেন নবী ইয়াকুব আ.। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে অন্য ভাইয়েরা ইউসুফের প্রতি বাবার স্নেহের বিষয়টি ঈর্ষাকারত দৃষ্টিতে দেখতো।
ঈষার কারণে তারা ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলো। একদিন সব ভাই মিলে খেলারছলে ইউসুফকে বাড়ি থেকে দূরে নিয়ে গেল। এবং খেলার নাম করে এক সময় তাকে কূপে নিক্ষেপ করলো।
ইউসুফ আ.-কে কূপে নিক্ষেপের পর ভাইয়েরা তার বাবা কাছে গিয়ে মিথ্যা গল্প বুনলো। বাবাকে বললো, আমরা খেলার সময় ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে আমরা তাকে রক্ষা করতে পারিনি। ইয়াকূব আ.-কে তাদের কথা বিশ্বাস করানো জন্য তারা বাড়িতে যাওয়ার সময় একটি ছাগল জবাই করে ইউসুফের কাপড়ে রক্ত মাখিয়ে নিলো, যেন রক্তমাখা কাপড় দেখে বাবা তাদের কথা সত্যি সত্যিই বিশ্বাস করে নেন।
ভাইয়েরা ইউসুফ আ.-কে কূপে নিক্ষেপ করে চলে যাওয়ার পর একটি ব্যবসায়ী কাফেলা তাকে কূপ থেকে তুলে মিসরের বাজারে বিক্রি করে দিলো।
পরিণত বয়সে আল্লাহ তায়ালা ইউসুফ আ.-কে মিসরের রাজত্ব ও নবুয়ত দান করেছিলেন। এ বিষয়ে পবিত্র কোরআনে সবিস্তারে বিবরণ রয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে পূণ্যবান বলে উল্লেখ করেছেন।
সূরা আল-আনআমের ৮৩ থেকে ৮৬ আয়াতে আল্লাহ পাক একই স্থানে পরপর ১৮ জন নবীর নাম উল্লেখ পূর্বক তাঁদের প্রশংসা করে বলেন—
আমি তাদের প্রত্যেককে সুপথ প্রদর্শন করেছি, সৎকর্মশীল হিসাবে তাদের প্রতিদান দিয়েছি এবং তাদের প্রত্যেককে আমরা সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি (وَكُلاًّ فضَّلْنَا عَلَى الْعَالَمِينَ) (৮৬)। তারা প্রত্যেকে ছিল পুণ্যবানদের অন্তর্ভুক্ত (كُلٌّ مِّنَ الصَّالِحِينَ) -(৮৫)।
ওই ১৮ জন প্রশংসিত নবীর মধ্যে হযরত ইউসুফও রয়েছেন। (সূরা আনআম, ৬/৮৪)।
বর্ণিত হয়েছে—
وَ وَهَبۡنَا لَهٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ کُلًّا ہَدَیۡنَا ۚ وَنُوۡحًا ہَدَیۡنَا مِنۡ قَبۡلُ وَمِنۡ ذُرِّیَّتِہٖ دَاوٗدَ وَسُلَیۡمٰنَ وَاَیُّوۡبَ وَیُوۡسُفَ وَمُوۡسٰی وَہٰرُوۡنَ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ۙ ٨٤ وَزَکَرِیَّا وَیَحۡیٰی وَعِیۡسٰی وَاِلۡیَاسَ ؕ کُلٌّ مِّنَ الصّٰلِحِیۡنَ ۙ ٨٥ وَاِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَیُوۡنُسَ وَلُوۡطًا ؕ وَکُلًّا فَضَّلۡنَا عَلَی الۡعٰلَمِیۡنَ ۙ ٨٦ وَمِنۡ اٰبَآئِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ وَاِخۡوَانِہِمۡ ۚ وَاجۡتَبَیۡنٰہُمۡ وَہَدَیۡنٰہُمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ
আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকূবকে। প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি এবং নূহকে পূর্বে হিদায়াত দিয়েছি। আর তার সন্তানদের মধ্য থেকে দাঊদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারূনকে। আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দেই। আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা ও ইলয়াসকে। প্রত্যেকেই নেককারদের অন্তর্ভুক্ত। আর ইসমাঈল, আল ইয়াসা‘, ইউনুস ও লূতকে। প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর (আমি হিদায়াত দান করেছি) তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের মধ্য থেকে, আর তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছি। (সূরা আনআম, আয়াত : ৮৪-৮৭)