চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্দ্যোগে এবং চট্টগ্রাম জোনাল অফিসের সহযোগিতায় ১৬ মে ২০২৫ইং তারিখে চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩২টি শাখাসমূহের শাখা অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে “জোনাল ওয়াকশফ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস-চট্টগ্রাম জোন ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় জনাব মো: মোশাররফ হোসেন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা জনাব মোস্তফা হোসেন অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম জনাব রাশেদ সরওয়ার, করপোরেট প্রধান কার্যালয়ের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা জনাব মো: আসাদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনভাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, আমাদের ব্যাংক এমনকি কর্মকর্তা হিসাবে আমাদেরকে ভোগ করতে হবে।
তাছাড়া দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, তাহলেই দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হবে। মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্থ করে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলেই সত্যিকার অর্থে এই দেশ উন্নতির দিকে ধাবিত হবে।