চবি ১৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (১৮তম ব্যাচের) সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার পরিজন নিয়ে ১০–১১ জানুয়ারিতে পলওয়েল রিসোর্স সেন্টার রাঙ্গামাটিতে এক মিলন মেলার আয়োজন করা হয়।অনেক বন্ধুদের একত্রিত হতে পেরে সবাই যেন স্বপ্নের ক্যাম্পাসে দিনগুলোতে ফিরে গেল। সবাই একত্রিত হয়ে একটি বিষয় যেন বেশ নাড়া দিল –বন্ধু—কথাটি ছোট্ট হলে ও গভীরতা আকাশ সমান বিশাল।জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই।চলার পথে বন্ধুর রাস্তা গুলো

বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব।তাই শুধু বন্ধু হলেই পূরণ হবেনা বন্ধুত্বের পূর্ণদাবী,হতে হবে বন্ধুর মতো বন্ধু।তাই ত কথায় আছে বন্ধু কখনও মরে না।হ্যাঁ কেমন আছিস ভালো আছিসত বাচ্ছারা কেমন আছে, কি করে? নানা নাতি হয়েছিস কিনা?ষাটোর্ধ বয়সে মিলনমেলায় এসে যেন সবাই স্মৃতি জাগানিয়া হয়ে উঠেছিল। যারা সন্তান নিয়ে এলো স্নেহের ভালোবাসায় এরা ও যেন শিক্ত হলো,পরম মমতায় কাছে টেনে নিল।বন্ধুদের মাঝে যারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তার ছিল এরা এলো । তার মধ্যে অন্যতম বন্ধু ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান হেলাল নিজামী, আব্দুল ওয়াদুদ ভূইয়া( তিন বারের সাবেক এমপি খাগড়াছড়ি),আমেরিকান প্রবাসী বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী বিজন কৃষ্ণ পাল। তাছাড়া সাজিনাস হসপিটাল চট্রগ্রাম এর স্বত্বাধিকারী সফিকুল ইসলামের সৌজন্যে বন্ধুদের জন্য মেডিকেল ইকুইপমেন্ট(টেস্টিং) ও ফাস্টএইড উপহার সামগ্রী সবাইকে মুগ্ধ করেছে। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার।

স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, নৌভ্রমণ রাফেল ড্রয়ের মাধ্যমে পারিবারিক মিলনমেলায় অন্যরকম আনন্দ দিয়েছে সবাইকে।