চাকরিচ্যুতির প্রতিবাদের ইউনিয়ন ব্যাংকের কর্মীদের সমাবেশ

চাকরির নিরাপত্তা দাবি ও চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়েছে সমাবেশ করছেন ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গুলশানের ইউনিয়ন ব্যাংককের প্রধান শাখার সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারিরা।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ ছাঁটাইয়েরে প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ছাঁটাইয়ের জন্য ২শ এর বেশি কর্মী তালিকা করা হয়েছে বলে সমাবেশ অংশ নেওয়া কর্মীরা জানিয়েছেন।

এক নারী কর্মী জানান, বর্তমান পরিচালনা পর্ষদ আগের পরিচালনা পর্ষদের ক্ষোভ তাদের ওপর মেটানো হচ্ছে। যা কখনো কাম্য নয়। অনেকের ব্যাংকে চাকরি হওয়ায় তারা বয়স থাকতে অন্য কোথাও চাকরির জন্য আবেদন করেননি বা পরীক্ষা দেননি। এখন তাদের বয়সও চলে গেছে। এখন চাকরি চলে গেলে তারা কোথায় যাবে? তাহলে এখন তাদের কী হবে?

অপর এক কর্মীরা বলেন, চাকরি থেকে তাদের বাদ দেওয়া হলে তারা আত্মহুতি দিবেন। আমরা সাধারণ নিরীহ কর্মী। আমরা কোনো লুটপাটের সাথে জড়িত না। আমাদের কেন চাকরিচ্যুত করা হবে।

সমাবেশে কর্মীদের ‘বেতন কমানো যাবে না’; ‘চাকরির নিরাপত্তা চাই’; ‘বর্তমান বোর্ড মানি’; – এরকম না স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা দাবিও জানান তারা।