জনভোগান্তি সৃষ্টি করবেন না : আকতার হোসেন

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আকতার হোসেন বলেন, ‘ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের কারণে মূল্যস্ফীতি বাড়বে। সব কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।

অবৈধ সরকারের আইএফের কারণে বর্তমান সরকার ভ্যাট বৃদ্ধি করেছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এমন কোনো কাজ করবেন না যা জনগণের ভোগান্তি তৈরি করে।’

এ সময় অবিলম্বে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ প্রত্যাহার এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি চালু করার দাবি জানান তিনি।

কলরেট-ইন্টারনেট-মিষ্টিতে বাড়ল ভ্যাট, ক্ষোভ বাড়ছে মানুষেরকলরেট-ইন্টারনেট-মিষ্টিতে বাড়ল ভ্যাট, ক্ষোভ বাড়ছে মানুষের সাম্প্রতিক সময়ে সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়লেও সেই তুলনায় আয় বাড়েনি মানুষের।

এরমধ্যে টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধ এবং শতাধিক পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্তরা পড়েছেন শঙ্কায়।

নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন বলেন, ‘শ্বেতপত্রে নানা জায়গায় দুর্নীতি ও বিদেশে টাকা পাচার হওয়ার তথ্য উঠে এসেছে।

পাচার হওয়া সমস্ত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। বাহাত্তরের সংবিধান নিয়ে কিছু রাজনৈতিক দলের অতিভক্তি আছে। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এমন কথায় আমরা একমত নই।’