লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেননি তামিম। বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।
আজ সিলেটে তামিমের ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।