টানা বৃষ্টিতে খানাখন্দে পানি জমে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় সাভার ও আশুলিয়ার প্রধান দুটি মহাসড়ক—নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর— কার্যত অচল হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও প্রতিদিনকার যাত্রীরা।
গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্মাণকাজের কারণে এমনিতেই এই রুটে যানজট ছিল। তার ওপর বৃষ্টিতে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এখন পরিস্থিতি আরও জটিল। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ছে, উল্টে যাচ্ছে, ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।’
আরও পড়ুনঃ তীব্র যানজটে স্থবির রাজধানীর তিন এলাকা
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ‘এই যানজটে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়ছে।’
নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর অন্যতম সংযোগপথ। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ধীরগতি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাফিলতি এবং বৃষ্টির কারণে পরিস্থিতি এখন চরমে।
বগুড়া থেকে কাঁচামাল নিয়ে আসা ট্রাকচালক মো. জামান বলেন, ‘ভোর রাতে ঢাকায় মালামাল নামিয়ে ফেরার কথা ছিল। কিন্তু এখনো বাইপাইলে আটকে আছি। সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় কাঁচামালে পচন ধরেছে।’
হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে খানাখন্দে যানবাহন বিকল হওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখা যাচ্ছে না।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।