টিসিবি’র চেয়ারম্যানের সঙ্গে রূপালী ব্যাংক এমডির সাক্ষাৎ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাজধানীর টিসিবি ভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে আরও সুদৃঢ় সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে টিসিবির পক্ষ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আরও পড়ুনঃ ঈদ উপলক্ষে টিসিবির ৬৯০ ট্রাকে দেশজুড়ে পণ্য বিক্রি শুরু

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর এর মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, টিসিবি এর অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রবিউল মোর্শেদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আবুল হোসেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ