মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ মে ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলায়তনে বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরে রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এবং আসন্ন বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক সেটি বাস্তবায়নের দাবিতে বায়রার একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
যার নেতৃত্বে ছিলেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।
তাদের অভিযোগ, সংবাদ সম্মেলন শুরুর আগে বিগত সরকারের সময়ে যারা বায়রার দায়িত্বে থেকে সিন্ডিকেট করেছে তাদের প্রতিনিধিরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলায়তনে জড়ো হতে থাকেন। তারা সংবাদ সম্মেলন শুরুতে বাধা দিয়ে হামলা চালিয়েছে।
এ সময় ডিআরইউতে ভাঙচুর ও হামলায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বায়রার সাবেক সহ সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, আমাদের একটা সুন্দর আয়োজনে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমরা এখানে সংবাদ সম্মেলন করতে এসেছিলাম। কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি। ফখরুলকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ডিআরইউর এডমিন অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা কোনভাবে বেঁচে গেছি। আমাদের ৪-৫ জন সদস্য রক্তাক্ত হয়েছে।
অভিযুক্ত পক্ষে বায়রার সদস্য আতিকুর রহমান ও সাজ্জাদ হোসেন জানান, আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে এসেছি। হল রুমে প্রবেশের আমাদের বাধা দেওয়া হয়। আমাদের বলা হলো যিনি (ফখরুল ইসলাম) সংবাদ সম্মেলন আহ্বান করেছেন তিনি এলে আমরা একসঙ্গে প্রবেশ করবো। কিন্তু তিনি আসার পর তিন-চার জনকে প্রবেশ করার জন্য বলেন, বাকিদের না করে দেন। কারণ সেখানে জায়গা কম, বেশি লোক জায়গা দেওয়া যাবে না। এটা নিয়ে সাধারণ সদস্যরা জানতে চায়, তিন-চার জনকে জায়গা দিলে সবাইকে দাওয়াত দিয়েছেন কেন। এটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপর উত্তেজনা, ধাক্কাধাক্কি শুরু হয়।
তাদের দাবি, ফখরুল ইসলাম আজ সংবাদ সম্মেলন না করার ঘোষণা দিলে সাধারণ সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন।