রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে দেশের সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন বেড়েছে। ঢাকায় প্রায় সব সড়কে থেমে থেমে দিনভর তীব্র যানজট দেখা দেছে। এতে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী যাত্রীরা। এছাড়া সড়ক খোঁড়াখুঁড়ি, বিভিন্ন দাবি নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণেও ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় ধানমন্ডির ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে উবার অ্যাপসে মহাখালীর আমতলীর উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা ডাকেন এ প্রতিবেদক। উবারে ভাড়া দেখায় ২৪৯ টাকা।
এ ভাড়ায় অটোরিকশায় উঠে কলাবাগান, ধানমন্ডি ২৭, শিশুপার্ক, বিজয় সরণি ও মহাখালী রেলগেটে তীব্র যানজটে পড়তে হয়। পরে আমতলী নেমে দেখা গেলো উবারে ভাড়া দেখাচ্ছে ৩০৬ টাকা। কারণ জানতে চাইলে অটোরিকশাচালক আবুল কালাম জানান, সড়কে যানজটে গন্তব্যে পৌঁছাতে অন্তত ৩০ মিনিট বেশি সময় লেগেছে। এ কারণে ভাড়া ৫৭ টাকা বেশি দেখাচ্ছে উবার।
শুধু ধানমন্ডি থেকে মহাখালী নয়, আজ ঢাকার অধিকাংশ সড়কেই তীব্র যানজট ছিল। এর মধ্যে মগবাজার থেকে সাতরাস্তা মোড় হয়ে তেজগাঁও, মহাখালী থেকে গুলশান-১, রামপুর থেকে নতুন বাজার সড়ক পর্যন্ত যানজট দেখা গেছে।
মহাখালীর ওয়্যারলেস গেট থেকে বাড্ডা লিংক রোডের উদ্দেশ্যে আলিফ পরিবহনের একটি বাসে ওঠেন আউয়াল হোসেন। কিন্তু দেড় কিলোমিটারের কম দূরত্বের এ পথে পৌঁছাতে তার সময় লেগেছে ৪৫ মিনিট। বাস থেকে নামার পর আউয়াল হোসেন বলেন, ঈদের পর আজই প্রথম সড়কে তীব্র যানজট দেখলাম। বাস এক কদম এগোলে যেন তিন কদম পেছায়। এর মধ্যে তীব্র গরমে বাসে হাঁসফাঁস অবস্থা।
দুপুর ২টায় মগবাজার থেকে বাসে ওঠে সাড়ে ৩টায় মহাখালী রেলগেটে নামেন ইমরুল কাউছার। যানজটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সড়ক ফ্রি থাকলে এ পথে যাতায়াতে ১৫ থেকে ২০ মিনিট লাগে। আজ দেড় ঘণ্টায় মগবাজার থেকে মহাখালী এলাম। বাসের ভেতরে গরমে আজাবের মতো মনে হয়েছে। ফুটপাত চলাচলের উপযোগী হলে হেঁটেই চলে আসতাম।
তিনি বলেন, মগবাজার রেলগেট থেকে যানজট শুরু হয়। আসার পথে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতরের সড়কগুলোতেও যানজট দেখা গেছে।
যদিও সোমবার (১৪ এপ্রিল) রাতে সরেজমিনে দেখা গেছে, ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইনের কাজের জন্য এফডিসির মোড় থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত সড়ক কেটে রেখেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। যার প্রভাবে আজ যানজট হয়েছে বলে জানা গেছে।
উত্তরার দিয়াবাড়ী থেকে শ্যামপুরের পোস্তগোলায় যাত্রী পরিবহন করে রাইদা। বাড্ডা লিংক রোডে যানজটে আটকে থাকা অবস্থায় এ পরিবহনের চালক শাহাদাৎ বলেন, ঈদের ছুটির পর আজই প্রথম ঢাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এক কথায় ঢাকা শহর তার আগের রূপে ফিরেছে। আসন্ন ঈদুল আজহা পর্যন্ত সড়কে এ চিত্র থাকবে।