দুইদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে সিটি ব্যাংক

ব্যাংকে ডাটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পূর্ণ করতে দুইদিন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে সিটি ব্যাংক।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধ রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ডাটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের উদ্দেশ্যে আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সবধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখবে সিটি ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।