নির্বাচন বিতর্কিতকারীদের শাস্তির আওতায় আনা উচিত: বদিউল আলম

নির্বাচন বিতর্কিতকারীদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে সংস্কার কমিশন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভায় বদিউল আলম এসব কথা বলেন।

ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি ত্রুটি থাকে। তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না বলে জানান তিনি।

বদিউল আলম বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ করবো। আমাদের কাজ হলো সকলের মতামত শোনা। সকলের মতামতের ভিত্তিতে সুপারিশগুলো করা। যার ভিত্তিতে আমরা আশা করতে পারি যে নির্বাচন ব্যবস্থাটা পরিশোধিত হবে। যার ফলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।

বিগত সময়ের নির্বাচনগুলো নিয়ে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারাই নির্বাচনি অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ, অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায়ে আরও উৎসাহী হয়।