চুটিয়ে প্রেম করছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন দু’জন।
নিখিলের সঙ্গে তার বন্ধুর আংটিবদল অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে শহরের রাস্তায় ড্রাইভ, সব জায়গাতেই সঙ্গী সৌরসেনী।
ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তারা কেউই।
সৌরসেনীর সঙ্গে নিখিলের ব্যবসায়িক সম্পর্ক এখন মনের সম্পর্কে পরিণত হয়েছে। অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামীর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন সৌরসেনী।
নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্টে সেই আভাস মিলেছিল। এবার সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে।
সম্প্রতি নিখিলের এক বান্ধবীর আংটিবদল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও সৌরসেনীকে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে পার্টিও করছেন অভিনেত্রী।
শহরের রাস্তায় নিখিলের লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে।
সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে।’
এরপর থেকেই একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে। এর আগেও একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন দু’জন।
২০১৯ নুসরাত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে বিয়ের বছর না ঘুরতেই ছন্দপতন। ভেঙে যায় নুসরাত ও নিখিলের সংসার।
তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে, তারা নাকি আইনি বিবাহ করেননি। আর সে কারণেই তাদের সম্পর্ককে লিভ-ইন বলা যায়।
নুসরাত এখন সংসার করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। নতুন করে জীবনে যোগ হয়েছে সৌরসেনী।