চলমান আইপিএলে দারুণ ছন্দে আছে পাঞ্জাব কিংস। ১১ ম্যাচে ৭ জয়ে টেবিলের তিনে আছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও নিজের ছায়া হয়ে আছেন পাঞ্জাবের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের ধারাবাহিক ব্যর্থতার জন্য পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তাকেও দায়ী করছেন সমর্থকদের কেউ কেউ। ক্ষুব্ধ প্রীতি এবার জবাব দিলেন।
আইপিএলের সর্বশেষ নিলামে ৪ কোটি ২০ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু মাঠে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দল থেকে বাদ পড়েছেন। ম্যাক্সওয়েল খারাপ খেলায় কয়েকজন প্রীতি জিন্তাকে দায়ী করেছেন। তাঁদের পাল্টা জবাব দিয়েছেন পাঞ্জাবের মালিক।
এক্স হ্যান্ডলে একজন লিখেছেন, “ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি ও আপনার দলের হয়ে ভালো খেলছে না?” এই মন্তব্য আরও অনেকে শেয়ার করেন। মজা করার জন্যই হয়তো এই পোস্ট করেছেন তারা। কিন্তু প্রীতি ভালোভাবে নেননি সেটা। তিনি পাল্টা জবাব দিয়েছেন।
জবাবে প্রীতি লিখেছেন, “আপনি কি বিভিন্ন দলের পুরুষ মালিকদেরও এই প্রশ্ন করেন? না কি এটা শুধুই নারীদের জন্য? ক্রিকেটে আসার আগে আমি জানতাম না কর্পোরেট মাধ্যমে নারীদের কাজ করা কতটা কঠিন। আমি নিশ্চিত, আপনি হয়তো মজা করেই এই প্রশ্ন করেছেন। কিন্তু আমি আপনাকে বলব, নিজের প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ, এই কথাটা ভালো নয়। আমার মনে হয়, ১৮ বছর ধরে আইপিএলে এত পরিশ্রম করে আমি কিছুটা হলেও সম্মান অর্জন করেছি। সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।”
ম্যাক্সওয়েলের সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক বেশি পুরনো। ২০১৪ সালে শেষ যেবার পাঞ্জাব ফাইনালে উঠেছিল, সে বার ম্যাক্সওয়েল এই দলেই খেলতেন। প্রীতির দলের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৩৪২ রান করেছেন তিনি। নিয়েছেন ১৭টি উইকেট। তবে এবার একেবারেই ভালো ফর্মে নেই তিনি। সাত ম্যাচে মোট ৪৮ রান করেছেন ম্যাক্সওয়েল। গড় মাত্র ৮। স্ট্রাইক রেট ৯৭.৯৫। তার মধ্যে একটি ম্যাচেই ৩০ রান করেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। নিয়েছেন চারটি উইকেট। বাধ্য হয়ে ম্যাক্সওয়েলকে প্রথম একাদশ থেকে সরিয়ে দিয়েছে পাঞ্জাব। তার পরেও তাকে নিয়ে আলোচনা চলছে।