ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে মোহসীন

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শিবলী রুবাইয়ত উল ইসলাম ও ৩ জন কমিশনাররের পতন হলেও কোন এক অদৃশ্য কারণে একমাত্র কমিশনার মোহসিন চৌধুরী এখনো বহাল তবিয়তে কর্মরত রয়েছেন। যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারকে ব্যর্থ করার অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের নিয়োগ প্রাপ্ত কমিশনার মোহসীন চৌধুরী অন্যান্য কমিশনার এবং চেয়ারম্যানকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দাবি করা হয়।

অ্যাসোসিয়েশনের দাবি, ফ্যাসিস্ট সরকারের দোসর মোহসিন চৌধুরীর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে বিএসইসিতে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর এবং শোকজসহ নানাবিধ হয়রানি করছে।

বিএসইসির সংগঠনটির দাবি, এই মোহসিন চৌধুরী যুগ্মসচিব পদে থাকাকালীন ২০১৭ সালে স্বৈরাচারী সরকারের তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সাবেক মন্ত্রী নুরুল ইসলাম, বিএসসি এর একান্ত সচিব হিসাবে নিয়োজিত ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে ভোট ডাকাতির কাজে সহযোগিতার পুরস্কার হিসাবে ২০১৯ সালের ২৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসাবেও নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে তার তোষামোদীর পুরস্কার স্বরূপ তাকে (স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে) সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গত ১১ আগস্ট সিদ্ধান্ত নিয়েছিল সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সরকার যেখানে অন্যান্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে, সেখানে হাসিনা সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত এই মোহসিন আমলার বিএসইসির মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ বহাল রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।