বিমান বিধ্বস্তে ২০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৭১: আইএসপিআর

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে ১৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় আজ সন্ধ্যায় এ তথ্য জানায়। এর আগে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের ১৯জন নিহত হওয়ার খবর জানান। দুর্ঘটনায় আহত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে। আইএসপিআর এর দেওয়া তথ্যানুযায়ী বিভিন্ন হাসপাতালে ভর্তির সংখ্যা ১৭১জন।

আরও পড়ুনঃ উত্তরায় বিমান বিধ্বস্ত : বার্ন ইনস্টিটিউটে রক্ত দিতে মানুষের ঢল 

এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের বার্তায় জানা গেছে, আজ সন্ধ্যা পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে আট জন আহত ভর্তি হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট ভর্তি হয়েছে অন্তত ৭০জন এখানে, দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলে একজন নিহত হয়েছেন, এখানে ভর্তি রয়েছেন তিনজন। সিএমএইচে ১২ জনের মৃত্যু হয়েছে, এখানে ভর্তি রয়েছেন আরও ১৭ জন। কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত একজন ভর্তি রয়েছেন, এ হাসপাতালে চিকিৎসা নেওয়া দুইজনের মৃত্যু হয়েছে। 

এদিকে উত্তরা’র লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে দুইজনের মৃত্যু হয়েছে, এখানে আহত রয়েছেন ১১ জন। উত্তরা আধুনিক হসপিটালে একজন নিহত হয়েছেন, আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৬০জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ২০জনের প্রাণহানি ও ১৭১ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ