বৃষ্টিতে ভিজেই বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বৃষ্টি শুরু হলেও ভিজেই দাবি আদায়ে বিক্ষোভ করছেন তারা।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা নাগাদ মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। এসময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।

আন্দোলন শুরুর কিছু সময় পরই বৃষ্টি শুরু হলেও প্রধান উপদেষ্টার বাসভবনমুখী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এসময় আজকের মধ্যেই বেতন পরিশোধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

সরেজমিনে দেখা যায়, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন আন্দোলনকারী শ্রমিকরা। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টিতে ভিজেই বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এসময় ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’, ‘১৮ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’, ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’, ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’, ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে বৃষ্টির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাময়িকভাবে কিছুটা পেছনে সরে গেলেও পরে আবার বৃষ্টির পরই আগের অবস্থানে ফিরে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে কাকরাইল ও আশপাশে যে কোনো ধরনের আন্দোলন ও মিছিল নিষিদ্ধ। তবে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তাই আপাতত কোনো সমস্যা নেই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।