জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করবেন তারা।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’র ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনদিনের কলমবিরতির ঘোষণা দেন তারা। দাবি আদায় না হলে ১৭ মে থেকে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।
কলমবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম। আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে পণ্য আটকে থাকায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, আমরা কলমবিরতি শুরু করেছি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।